প্রযুক্তি পণ্য পরীক্ষার স্থানীয় ল্যাব দাবি
গণমাধ্যমগুলো প্রযুক্তি-অনুরক্ত নয়। এ জন্য টেক-স্যাভিরা ইউটিউব আর ফেসবুকের ওপর নির্ভরশীল। সেজন্য টেক ব্লগ বাড়ানো এবং টেস্টিং ল্যাব সুবিধা দরকার বলে মনে করেন লেখক চিকিৎসক উপস্থাপক আব্দুন নূর তুষার।
শুক্রবার বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান জেসিআই স্মার্ট বাংলাদেশ সম্মেলনের প্রযুক্তি-অনুরক্ত নাগরিকদের ক্ষমতায়ন ও দায়িত্ববোধ নিয়ে সভায় এমন মতই তুলে ধরেন তিনি।
তিনি বলেন, আমরা অনেকেই এমন ডিভাইস ব্যবহার করি যার কিছুই আমরা জানি না। বাইরের কারো সার্টিফায়েড সেটাই ব্যবহার করি। আবার প্রয়োজন নেই এমন ডিভাইসও ব্যবহার করি। এতে অপচয়ও হয়।
তিনি আরো বলেন, স্মার্ট নাগরিকরা যেনো সমাজে অবদান রাখতে পারে সেজন্য তাদের হাতে মানসম্মত ডিভাইস তুলে দেয়ার পাশাপাশি প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে।
সেমিনারে লাইফ স্প্রিং প্রতিষ্ঠাতা ইয়াহিয়া আমিন বলেন, সামাজিক জীব হিসেবে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রযুক্তি নিয়ে উত্তজিত হবো না; এর সেইফটি ও ইথিক্যাল ইউজ নিয়ে সতর্ক হতে হবে। তিনি এসময় কমিউনিটি গাইড লাইন ইউনিভার্সেল না করে স্থানীয়করণ করতে সোশ্যাল মিডিয়াগুলোর ওপর সরকারকে চাপ সৃষ্টির আহ্বান জানান তিনি।
ডিজিটাল লিটারিসির ওপর গুরুত্বারোপ করে গ্রামীণ ফোন সিইও ইয়াসির আজমান, আমি বাংলাদেশের ইন্টারনেট ব্যবহার নিয়ে খুব একটা উদ্বিগ্ন নই। ডাটা ও কানেক্টিভিটির চেয়ে নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করাটাই জরুরী। চ্যাটজিপিটি ব্যবহার করে আমরা ভবিষ্যতের মার্কেটিং সাজাচ্ছি। তাই দক্ষমতার পাশাপাশি ক্ষমতায়নকেও নিশ্চিত করতে হবে।
ব্যারিস্টার ওলোরা আফরিনের সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখন ইশো’র ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন ও এটুআই এর হেড অফ সোশ্যাল ইনোভেশন ক্লাস্টার মানিক মাহমুদ।







